কালের বেলা ডেস্ক
পাবনার ভাঙ্গুরা উপজেলায় দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি এবং শ্যামল বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. গোলাম রাব্বীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছে।
হামলার বিবরণ
গতকাল (৯ মার্চ ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভাঙ্গুরা স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক গোলাম রাব্বী জানান, অভিযুক্ত মো. দুলু (৩২) ও মো. রকিব (৩৫) নামে দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে একটি সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি এতে রাজি না হলে তারা গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে এলোপাথাড়ি মারধর করে তাকে আহত করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এরপর একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভাঙ্গুরা বাসস্ট্যান্ড এলাকায় ফের হামলার শিকার হন তিনি। তখন তার পিতা মো. মাসুদ রানার ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা এসে তাদের রক্ষা করেন, তবে হামলাকারীরা পালানোর আগে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
প্রত্যক্ষদর্শী মো. জহুরুল ইসলাম (৩৭) ও মো. রাফি আহমেদ (২৩) জানান, হামলাকারীরা একাধিকবার রাব্বীর ওপর চড়াও হয় এবং প্রকাশ্যে হুমকি দেয়।
আইনগত ব্যবস্থা
ঘটনার পর গোলাম রাব্বী ভাঙ্গুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৮৩, তারিখ: ০৯/০৩/২০২৫) করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী এই হামলাকে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।