বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে মহাসড়কে ইট ছুড়ে মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ মার্চ, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে কোণাবাড়ি এলাকায় রাজশাহীগামী একটি মাইক্রোবাস ডাকাতদের কবলে পড়ে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, কোণাবাড়ি এলাকায় ডাকাতরা রাস্তার ওপর ইট ছুড়ে মারলে চালক বাধ্য হয়ে মাইক্রোবাসটি থামান। এরপর সাত-আটজনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে।

ডাকাতরা মোট সাতটি মোবাইল ফোন ও প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও জানান, যাত্রীদের কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি এবং সবাই নিরাপদ রয়েছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।