শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের কাজিপুরে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের একটি বাথান থেকে যুবলীগ নেতা ইউসুফ আলী স্বপনের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে বাথানের একটি ঘর থেকে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন কাজিপুর থানার ওসি নূরে আলম।

নিহত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই বাথানে একা থাকতেন এবং গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনার দায়িত্বে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সাধারণত স্বপন প্রতি বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে আবার বাথানে ফিরে যেতেন। তবে গত বুধবার তিনি বাড়িতে যাননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বাথানের মালিক ও স্বপনের ঘনিষ্ঠ বন্ধু সারজিল সম্পদ জানান, স্বপনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হয়। তখনই ঘরের ভেতর তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, “মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি।