শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এস এম, সৌরভ হোসাইন >>

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলার কুটিরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুটিরচর মধ্যপাড়ার শহিদুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩৫) ও কুটিরচর পূর্বপাড়ার শামসুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩৩)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা ও আমিরুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।