লুৎফর রহমান >>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবন আহমেদ সাব্বির।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. তামিম ইকবাল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক সাদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বারবিকিউ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সবুজ আহমেদ (ইতিহাস বিভাগ, ২০১৯-২০) কে সভাপতি ও মো. শ্রাবন আহমেদ সাব্বির (রসায়ন বিভাগ, ২০১৯-২০) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষার্থীদের থাকা-খাওয়াসহ সার্বিক সহযোগিতা, ভর্তি-পরবর্তী আবাসন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, জাতীয় ও সামাজিক সংকট মোকাবিলায়ও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।