সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে এক বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভানিকাতরা গ্রামের মো. মফিজ খানের ছেলে মো. মিঠু খান (২০)।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমতি ছাড়াই কয়েক দিন ধরে তিন ফসলি জমিতে পুকুর খননের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ভেকুর চালক মো. মিঠু খানকে আটক করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল কাদের জানান, কৃষিজমি রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, “পৌর শহরের কাউরাইল গ্রামে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। অভিযান চালিয়ে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।