রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

তাড়াশে ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফর রহমান >>

কল্যাণমুখী বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ব্যাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে তাড়াশে ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে তাড়াশ পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শরিফুল ইসলাম আলম।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ওমর ফারুক, সাবেক জিএম আবু হাশেম, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক এজিএস মির্জা বিপ্লব, সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তোতা, সাবেক ছাত্রনেতা আবুল কালাম, মুকুল হোসেন,সুমিত হাসান জিল্লুর, আনোয়ার হোসেন বাবু, আব্দুল মমিন খোকন, সুমন আজিজ পলাশসহ আরো ও অনেক সাবেক ছাত্র নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে জয়নুল আবেদীন মাহবুব বলেন, আগামী দলীয় কাউন্সিলে সাবেক ছাত্রনেতাদের মধ্যে থেকে স্বচ্ছ ক্লিন ইমেজের নেতাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা’ কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।