শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের পৃথক দুটি উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শাহপুর ও রাজাপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে সকালে রায়গঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়, তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

নিহতদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা এবং বগুড়া জেলার ধুনট থানার আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানান, ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য তদন্ত কার্যক্রম চলছে।