কালের বেলা ডেস্ক >>
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, যা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।”
সেনাপ্রধান আরও জানান, “প্রাথমিকভাবে মনে করেছিলাম, দ্রুত এ দায়িত্ব শেষ করে সেনানিবাসে ফিরে যেতে পারবো। তবে কাজটি দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য ধরে পেশাদারিত্ব বজায় রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না এবং বলপ্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমপক্ষে বলপ্রয়োগ করাই উত্তম। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে কাজ করলে দেশে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে, এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।”