রবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তাড়াশে মাথায় আঘাত করে মোটর সাইকেল ছিনতাই

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা চালক কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই পথচারীরা ওই চালক কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত তাকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের চিহ্ণিত করার চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তাড়াশ-রাণীর হাট আঞ্চলিক সড়কে বিনসাড়া এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পাবনা সদরের নূরপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে মো: নাঈমূল ইসলাম (৩৬) বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। কর্মস্থল থেকে সন্ধ্যায় পাবনা যাওয়ার উদ্দেশ্যে তার নিজস্ব হিরো হোন্ডা নিয়ে রওনা দেন। উল্লেখিত সময়ে বিনসাড়া বাজার এলাকায় পৌঁচ্ছালে আরেকটি মোটর সাইকেলের তিন আরোহী নাঈমূল ইসলামের পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। এ সময় সে রাস্তায় পরে গেলে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশীষ বলেন, নাঈমূলের মাথায় ও হাতের চারটি স্থানে আঘাত লেগেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এখনো ভিকটিম বা ভিকটিমের পক্ষ থেকে কেউ মামলা দেয় নাই।