রবিবার , ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তাড়াশে স্কুল শিক্ষ‌কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফর রহমান >>

সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষ‌কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ লক্ষ টাকার মালামাল চু‌রির অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, (ওসি) তদন্ত নাজমুল ইসলাম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রা‌তের কোন এক সম‌য়ে ডাকাতির এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী বস্তুল ইসহাক উচ্চ বিদ্যাালয়র সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকার জানান, আমি প‌রিবারসহ ভাড়া বাসায় তাড়াশ প্রফেসর পাড়ায় বসবাস করি । আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় শুক্রবার সকাল ৭ ঘ‌টিকায় প‌রিবা‌রের সবাই নাটোরে গিয়েছিলাম ঘ‌রে তালা লা‌গি‌য়ে। আজকে অর্থাৎ ২২ ফেব্রুয়া‌রি সকাল ১০ টায় বা‌ড়ি‌তে এসে দেখি ঘরের জানালা ভাঙ্গা, গ্রিল কাটা, ঘরে ঢুকে দেখি আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তী‌তে দেখা যায় ঘ‌রে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও ৬ ভ‌রি ২ আনা স্বর্ণাঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে ক‌রে নি‌য়ে গে‌ছে চো‌রের দল। এ বিষয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে তাড়াশ (ওসি) তদন্ত নাজমুল ইসলাম বলেন, রতন মাস্টারের বাড়িতে চুরি হয়েছে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।