কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত পলিথিনবাহী একটি ট্রাক আটক করেছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৫, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটি কুমরুল হাইওয়ে পুলিশ মহাসড়কের আঁখি যমুনা হোটেলের সামনে চেকপোস্ট স্থাপন করে ট্রাকটি থামায়। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে প্রায় ৫ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রাজশাহী জেলার বাগমারা থানার মো. কামরুল হাসান মিন্টু (২৮) এবং আব্দুল্লাহ আল মাহিদ (১৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পলিথিন পরিবহনের বিষয়টি স্বীকার করেছেন।
হাইওয়ে থানা পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।