বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ৯টি লাইসেন্সবিহীন ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ইট পোড়ানোর দায়ে সিরাজগঞ্জের দুই উপজেলায় ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটির চিমনি ভেঙে ফেলা হয়েছে।

জরিমানার বিবরণ

রায়গঞ্জ উপজেলার ইটভাটা:

মেসার্স সুরমা ব্রিকস: ৫ লাখ টাকা

এইচ এস ব্রিকস: ৫ লাখ টাকা

এইচ আলী ব্রিকস: ৫ লাখ টাকা

এসএনবি ব্রিকস: ৪ লাখ টাকা

সান ব্রিকস: ৫ লাখ টাকা

হিরো ব্রিকস: ৫ লাখ টাকা

সুপার ব্রিকস: ২ লাখ ৫০ হাজার টাকা

রেজা ব্রিকস: ২ লাখ ৫০ হাজার টাকা

সদর উপজেলার ইটভাটা:

মেসার্স রাইন ব্রিকস: ৬ লাখ টাকা (আংশিক চিমনি ভেঙে ফেলা)

এছাড়া, জেনিন ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং আলফা ব্রিকসকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের প্রেক্ষাপট:
দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বেশ কিছু ইটভাটা অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব-১২ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।