বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এ অভিযানে একটি কাভার্ডভ্যানে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। অভিযানে ব্যবহৃত কাভার্ডভ্যান, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা এবং ১০১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. রাশেদুল ইসলাম (৪১) এবং মো. শাহ আলম (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যানের মাধ্যমে মাদক পরিবহন এবং গাঁজা ক্রয়-বিক্রয় করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদক পরিবহনে অভিনব কৌশল ব্যবহার করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।