শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

পাবনায় দুদকের গণ শুনানি উপলক্ষে প্রচারপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

আগামী ২৬ ফেব্রুয়ারি পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত শুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ সরাসরি সেবা প্রত্যাশী মানুষের অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

গণ শুনানিকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার পাবনা শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় দুদক পাবনার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনার সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহীদ, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ডেইলি মর্নিং টাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, দুদকের উপসহকারী পরিচালক মোঃ ইশতিয়াক আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম সরকার এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতাজা আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জেলার বিভিন্ন দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে দুদকের কর্মকর্তারা পাবনার বিভিন্ন অভিযোগ কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আসন্ন গণ শুনানিকে কেন্দ্র করে দুদক কর্মকর্তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন, যাতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ উত্থাপনের সুযোগ পান এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হয়।