সোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

লুৎফর রহমান >>

পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এস,এস সি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৫ বছর পর সবাই একসঙ্গে নিজ বিদ্যালয়ে মিলিত হতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন

আজ (১লা ফেব্রুয়ারি) শনিবার সারাদিন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: শাহজাহান আলী মাষ্টার।
পুনর্মিলনী সভায় কৃতি শিক্ষার্থীদের মধ্যেও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: ওয়াকিল আহমেদ ও মো: নুরে আলম,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: আলমাছ আলী, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে কর্মরত পুলিশ অফিসার মো: লিটন হোসাইন সরকার ওরফে জাহাঙ্গীর,তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মো; গিয়াস উদ্দিন।
আরও বক্তব্য রাখেন, মো; ফরিদুল ইসলাম, মো: জামিরুল ইসলাম, মো: বকুল হোসেন, মো: আসলাম, শাহাদৎ হোসেন, মোছা: আফরোজা খাতুন সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আহম্মেদ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মো: সানোয়ার হোসেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো চাঁদ আলী, ব্র্যাক ব্যাংকে কর্মরত মো; আব্দুল আজিজ খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী মো: আতাব আলী।
অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের যেসকল শিক্ষক ও ছাত্র ইতিপূর্বে মৃতবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো; আমজাদ হোসেন।