বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় রহস্যজনকভাবে যুবকের হাত পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় রহস্যজনকভাবে মনিরুল ইসলাম (২১) নামের এক যুবকের পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জানুয়ারি রোজ সোমবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামে একটি পরিত্যাক্ত ঘরে ঝুলছিল তরুণের হাত-পা বাঁধা লাশ এলাকাবাসী কর্তৃক খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত মনিরুল ইসলাম(২১) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে।সে ছোট বেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে নানা বাড়িতেই থাকতো।

মৃত মনিরুল এর ছোট মামী শিল্পী খাতুন এ প্রতিবেদককে জানান,সকালে আমি আমার বাসুর মোন্নাফ এর বাড়ীতে গেলে রান্না ঘরের ভিতরে মনিরুল এর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা পুলিশ কে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান,মৃত মনিরুল এর মামা মোন্নাফ এর পরিত্যক্ত বাড়ীর রান্না ঘরের ভেতর, ঘরের চালের ধর্নার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মনিরুলের দেহ। তবে তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা ছিলো।পাশের ডাবে ছিলো মোবাইল বাঁধা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।