বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ আহত অন্তত ২০!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার দেবিদ্বার উপ‌জেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা হয়।দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে দুটি গাড়ি উদ্ধার করা হলে এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। এতে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় চলন্ত একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি মুখ থুবড়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। একই সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে প‌ড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন বলেন বলেন, চরবাকর এলাকায় কুমিল্লামুখী চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় ‘রয়েল সুপার কোচ’ নামে একটি যাত্রীবাহী বাস কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। তখন বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।উদ্ধারকাজ প্রসঙ্গে তিনি বলেন, বড় রেকার ছাড়া ট্রাক-কর্ভাডভ্যান সরানো সম্ভব ছিল না। ময়নামতি হাইওয়ে থানা থেকে রেকার এনে উদ্ধার কাজ শুরু করা হয়। সড়কের দুইপাশ দিয়ে যান চলাচল বিকালের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।