পার্বত্য চট্টগ্রামে কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি।রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাতের প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন হাসান আরিফ। তিনি বলেন, “রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্ট করার জন্য নানা দিক থেকে ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং জনগণের আস্থা নিয়ে কাজ করছে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবেন, বলেন হাসান আরিফ।যুক্তরাষ্ট্রের কূটনীতিক হেলেন লাফেইভ নারীর ক্ষমতায়ন ও আরবান হেলথ প্রোগ্রামের ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে হাসান আরিফ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারীরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন গ্রামীণ সড়ক নির্মাণ ও পৌরসভা এবং সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা। তিনি আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় নাগরিক স্বাস্থ্য উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির আশাবাদও ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান, ইউএসএইডের মিশন ডিরেক্টর রিড এইস্ক্লিম্যান এবং পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান।

রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি
পার্বত্য চট্টগ্রামের হামলার পেছনে কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন: স্থানীয় সরকার উপদেষ্টা
প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪