শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ভাঙ্গুড়ায় সুদখোর আওয়ামী লীগ নেতার থেকে পরিত্রাণ পেতে থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
অভিযুক্ত সুদ কারবারি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ

পাবনার ভাঙ্গুড়ায় সুদের টাকা না দেওয়ায় ব্ল্যাকমেইলে অতিষ্ঠ হয়ে মো: সুমন বাবু (৩৭) নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলা মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামের মৃত: আব্দুস সামাদের ছেলে। অভিযুক্ত সুদ কারবারি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ (৫২) উপজেলা পৌর সদরের ২ নং ওয়ার্ড এর দক্ষিণমেন্দা কুমড়াডাঙ্গা এলাকার মৃত জাবেদ আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে সুদ কারবারি সিরাজুলের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা হাওলাত হিসাবে নেয় সুমন বাবু। উক্ত টাকার প্রতি মাসে লভ্যাংশ হিসাবে পয়তাল্লিশ হাজার টাকা প্রদান করে সে। এ ভাবে ৫ বৎসরে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয় সিরাজকে। এরপরও তিনি সুদে-আসলে আরও ১০লক্ষ টাকা দাবি করছেন।

অভিযোগে সুত্রে আরও জানা যায়, সুমন বাবুকে সিরাজের বাড়িতে ডেকে আটক করে তার থেকে জমির দুইটি দলিল ও দুইটি স্বাক্ষরকৃত সাদা চেক ও ৩শ টাকার মূল্যের সাদা স্ট্যাম্পে জোড়পূর্বক স্বাক্ষর করিয়া নেয়। আগামী ১ মাসের মধ্যে ১০লক্ষ টাকা না দিলে সুমন বাবুর পরিবারের লোকজনকে জানে মেরে ফেলার হুমকি দেন।

ভুক্তভোগী সুমন বাবু দ্রুত ওসির হস্তক্ষেপ কামনা করে বলেন, অনতিবিলম্বে যথাযথ তদন্ত সাপেক্ষে সুদখোর সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার দাবি জানান।

এবিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামের বক্তব্য নিতে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, তিনি এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছেন।