সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) সকালে হাটিকুমরুল গোলচত্বর নাটোর রোডের সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো,রাজশাহী জেলার বাঘমারা থানার চিকাবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৬৫), জসিম উদ্দীনের স্ত্রী ময়না খাতুন (৬০),জসীম উদ্দিনের ছেলে জামাল (৪৫) ও কামাল (৪০)। এছাড়াও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে (গাড়ীর ড্রাইভার) আশিকুর রহমান (২২)কে উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সলঙ্গা থানার উপপরিদর্শক এসআই মোঃ রাশেদ বলেন,রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত নামা ট্রাকের মুখোমুখি সংঘষে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়।আহত গাড়ীর ড্রাইভার কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা প্রস্তুতি চলছে।
সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ! আহত ১
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ আগস্ট, ২০২৪