রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

ডিএমপি ডিবির নতুন প্রধান হলেন আশরাফুজ্জামান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান’ গত ৩১ জুলাই রোজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাঁদের বদলির কথা জানানো হয়।

ওই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার “ক্রাইম অ্যান্ড অপারেশনস” ড. খ. মাহিদ উদ্দিনকে লজিস্টিকস ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে, লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে গোয়েন্দা পুলিশে (ডিবি) এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

আরেক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির গোয়েন্দা শাখা উত্তরে বদলি করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়।