বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে’ উল্লাপাড়ায় ৫ দিন ব্যাপী মৎস্য মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩১ জুলাই, ২০২৪

নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাত করনে সবাইকে উৎসাহ দেয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত ও ৫ দিনব্যাপী মৎস্য মেলার শুভ উদ্বোধন করা হয়।গতকাল বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানব মুক্তি উন্নয়ন সংস্থা আরএমটিপি’র উদ্যোগে মৎস্য চাষী ও সুফলভোগীদের নিয়ে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা,এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, মানব মুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খান সেলিম প্রমুখ।এ মেলায় ৬টি স্টল স্থান পায়। এতে মাছের তৈরি পিঠাপুলি সহ মুখরোচক নানা খাবার, রেডি টু কুক ফিস, নিরাপদ শুটকি বিক্রয় কেন্দ্র স্থান পায়। এছাড়া এতে ফিশারিজ বেইজড ইকো টোরিজম সম্পর্কে সাধারণ জনগণকে ধারণা দেয়া হয়।