শনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জুন, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।

রবিবার সকালে থানা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়।শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ৫টায় সলঙ্গা সদরের ভূষাল হাটা চত্বরে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য গাজী আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপাক ডা: আব্দুল আজিজ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সেলিনা মির্জা মুক্তি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শ্রী ফণিভূষন পদ্দার, উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উল্লাপাড়া সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন। হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল আলম আলম রেজা,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান তালুকদার, সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি মো.আঃ হান্নান নান্নু সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান সাচ্চু ,থানা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (আতিক) সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ইমরান হাসান লিংকন, সাধারণ সম্পাদক মো.আরিফ তালুকদার,সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি মো. তৌহিদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মো.রিপন সরকার প্রমুখ।