বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যমুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বোয়াল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় বোয়াল মাছ। জেলেসহ সৌখিন মাছ শিকারিদের জালে বিশাল আকৃতির বোয়ালসহ বিভিন্ন আকৃতির বোয়াল ধরা পড়ছে। বুধবার রাতে উপজেলার খাষপুখুরিয়া এলাকার যমুনা নদীতে বিভিন্ন ওজনের ১০টি বোয়াল মাছ ধরা পড়ে। বোয়াল মাছগুলোর মধ্যে ৪টির ওজন ৫-৬ কেজি করে। আর বাকিগুলোর ওজন ৩-৪ কেজি।চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতে আমরা ১০ জন লোক শখের বশে খাষপুখুরিয়া গ্রাম দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যাই। মাছ ধরার সরঞ্জামাদি জাল, ছোরা পেতে নদীতে ওঁৎ পেতে থাকি। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে ১০টি বোয়াল মাছ ধরতে সক্ষম হই।

এদিকে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক বলেন, যমুনা নদীতে মৎস্য অফিসের নিয়মিত অভিযানসহ সচেতনতার কারণেই মাছের সংখ্য দিন দিন বাড়ছে। তবে মা মাছ না ধরতে সবাইকে পরামর্শ দেন তারা।