বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ৩ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ১২ টাকা ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ২২ হাজার ১২ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৮০ হাজার টাকা।

২৬ মে রবিবার সকালে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সুদক্ষ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন। সভায় বাজেট উপস্থাপন ও আয়-ব্যয়ের চিত্র তুলে ধরেন ইউপি সচিব মোঃ আব্দুস ছালাম।

বাজেটে মাদকবিরোধী, ক্রীড়া ও সৃংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান সচিব।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বড়পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, শারমিনা খাতুন প্রমুখ। এ সময় বাজেট অধিবেশনে ইউনিয়নের সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বাজেটের খুটিনাটি বিষয় আলোচনা শেষে বাজেটকে স্বাগত জানান তারা।