শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সোশ্যাল অ্যাংজাইটি’তে ভুগছেন শবনম ফারিয়া

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মে, ২০২৪

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সোশ্যাল অ্যাংজাইটি’ শব্দটার সঙ্গে আমার পরিচয় খুবই অল্প দিনের। প্রথমে শুরু হয় আমার ডিভোর্সের পর। আমার বাসা থেকে বের হলেই মনে হতো, সবাই মনে হয় আমাকে জাজ করছে। ভাগ্য ভালো ওই সময় মাস্ক চলে আসে। করোনা চলে যাওয়ার পরও মাস্ক পারমানেন্ট করে নিই।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ‘সোশ্যাল অ্যাংজাইটি’তে ভুগছেন বলে জানালেন তিনি।

সংসার টেকেনি শবনম ফারিয়ার। এরমধ্যে বাবাকে হারিয়েছেন। একটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগত থেকে আড়ালে রাখছেন তিনি। সব মিলিয়েই কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।