রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

জোভান-আইশা খান জুটির ‘থেমে যেতে নেই’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টে প্রকাশ হয়েছে নতুন নাটক ‘থেমে যেতে নেই’। ফারহান আহমেদ জোভান ও আইশা খান অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় বৃহাস্পতিবার এটি প্রচারে আসে। নির্মাতা জানান, মিষ্টি একটা প্রেম-ভালোবাসার গল্পের নাটক এটি। যেখানে একটি ছেলে ও মেয়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবার।

মেয়েটির ঠিক যখন বিয়ের জন্য পরিবার থেকে চাপ সৃষ্টি হয় তখন প্রেমিক ছেলেটা কেমন পরিস্থিতি পার করে সেটি এ নাটকে দর্শক দেখতে পাবে।’ প্রসঙ্গত, তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকী’সহ গত ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি।

বিরতি শেষে শুরু করেছেন ঈদুল আজহার কাজ। এদিকে অভিনেত্রী আইশা খানও বেশ নিয়মিত কাজ করছেন। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টে ‘মায়াবিনী’ শিরোনামে তার একটি নাটক প্রচারে এসেছে।