কলকাতায় তৈরি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। আর এতে বিদ্রোহী কবির ভূমিকায় অভিনয় করবেন কিঞ্জল নন্দ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আবদুল আলিম।জানা গেছে, এরই মধ্যে চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিঞ্জল।তিনি জানান, কাজী নজরুল ইসলামের গোটা জীবনকেই সিনেমায় তুলে ধরা হবে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। বিদ্রোহী কবির চরিত্র মানেই চ্যালেঞ্জ। আর তিনি চ্যালেঞ্জ নিতেই ভালোবাসেন।কিঞ্জল নন্দ আরো জানান, তিনি নিজে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যা জানেন, তার থেকে অনেক বেশি কিছু এই ছবিতে রয়েছে।

রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি
নির্মিত হচ্ছে কবি নজরুলের বায়োপিক
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪