রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

ফ্লাইওভারে গাড়িতে আগুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুপুর পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, গাড়িটিতে শুধু চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।