বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি মোস্তাফিজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক ‘ডিজি’ নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন এ দপ্তরে খন্দকার মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ‘অতিরিক্ত সচিব’ পদে দায়িত্ব পালন করছেন।

গৃহায়নের চেয়ারম্যানকে বদলি করা হলেও সেখানে নতুন কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা। এ সংস্থার চেয়ারম্যান পদটিকে আকর্ষণীয় মনে করেন কর্মকর্তারা।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান ডিজি মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতি পেলেও চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় ফারুকী অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন।