বৃহস্পতিবার , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে বিচারধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি, বললেন আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মে, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সারাদেশের ৬৪ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি। এ মামলার মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৪ টি দেওয়ানী মামলা এবং ২১ লাখ ৩২ হাজার ৭৯৪ টি ফৌজদারি মামলা।

সোমবার (৬ মে) সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য এ কে আবদুল মোমেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উর রহমানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ২০২১ সালের ১০ জুন থেকে ২০২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ১ লাখ ১০ হাজার ৫৪৮টি দলিল ই-রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে।