শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রবেশ করল বাংলাদেশে আরও ৪০ বিজিপি সদস্য

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মে, ২০২৪

বাংলাদেশে প্রবেশ করেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি ৪০ সদস্য। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে এর আগে একাধিকবার বিজিপি সদস্যরা প্রবেশ করেন।

শনিবার (৪ মে) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি -এর সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে নেয়।

জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৫ জন প্রবেশ করে।